করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকাসহ দেশের ১২ জেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় রেড জোন ঘোষণা করা হয়েছে ঢাকাসহ দেশের ১২টি জেলাকে। এসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশের ওপরে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।
উচ্চ ঝুঁকির আওতায় পড়েছে পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি।রাজধানীতে করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ। রাঙ্গামাটিতে এই হার ১০ দশমিক ৭১ শতাংশ। মধ্যম ঝুঁকিতে আছে দেশের ৩২টি জেলা। এসব জেলায় শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। সবুজ জোনে রয়েছে ১৬টি জেলা। এসব জেলায় শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বছরের ১৩ আগস্টের পর থেকে এটা সর্বোচ্চ শনাক্ত।