করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে রাজশাহী মেডিকেলে আজ মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড
- আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে রাজশাহী মেডিকেলে আজ মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছে ২৫ জন। এছাড়া ১১ জেলায় গেলো ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬২ জনের।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের ৫ করে, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন।
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এদিকে, খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। এদিকে, গত ২৪ ঘন্টায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২১ জন।
নোয়াখালীতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৪১ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। ৩০৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুরে ৩ জন আর বগুড়ায় বিভিন্ন হাসপাতালে ৭ জন করোনার রোগী মারা গেছেন। সংক্রমণ বেড়ে কুষ্টিয়ায় মারা গেছেন ৯ জন।
সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে ২৪ ঘন্টায় ৮ জন এবং মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।
সীমান্ত জেলা সাতক্ষীরায় উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।