করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এনে সব সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে
- আপডেট সময় : ০৮:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না এনে সব সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এ সতর্ক বার্তা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে– এমনটি কোনো দেশই আগে থেকে বলতে পারে না। বাস্তবতা হলো, ভাইরাসটি এখনো সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে দেয়া হয়, তাহলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।’ মহাপরিচালক মানুষের অনীহার কথা স্বীকার করে বলেন, সবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যেন নিরাপদ ও সুরক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতেই হবে। উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৫৪ হাজার। এদিকে, চাপ বেড়ে যাওয়ায় একপ্রকার বাধ্য হয়েই চীনে করোনার উৎপত্তিস্থল উহানে আন্তর্জাতিক প্রতিনিধিদল পাঠাতে রাজি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।