করোনা সংক্রমণ বাড়ায় শিগগিরই বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশে ফের করোনা সংক্রমণ বাড়ায় শিগগিরই বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে দ্রুত নির্দেশনা জারি করা বলে জানান তিনি।
দুপুরে মানিকগঞ্জ শুভ সেন্টারে জেলা সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সেবা দেয়ার জন্য সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সব হাসপাতাল ও নার্স-চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। ওমিক্রণে একদিনে যুক্তরাজ্যে এক লাখ ও যুক্তরাষ্ট্রে চার লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দেশকে সুরক্ষিত রাখতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।