করোনা সংক্রমণ রোধে ২১ দিনের জন্য লকডাউন ওয়ারী এলাকা
- আপডেট সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা। সকাল ৬ টা থেকে লকডাউন বাস্তবায়নে বন্ধ করে দেয়া হয় দোকান-পাটসহ এলাকায় যাতায়াতের সব সড়ক । শুধুমাত্র জরুরী যাতায়াতের জন্য ২টি পথ খোলা রাখা হলেও সেগুলোর প্রবেশ মুখে সার্বক্ষনিক নজরদারীতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি করপোরেশন থেকে নিয়োজিত স্বেচ্ছাসেবী সদস্যরা। তবে এলাকার বাসিন্দাদের বেশিরভাগই ব্যবসায়ী হওয়ায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যাতায়াত নিয়ে কোন নির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
করোনার সংক্রমণ রোধে জোন ভিত্তিক লকডাউন পদ্ধতির দ্বিতীয় প্রয়াস ঢাকা দক্ষিণ সিটির ৪১ নং ওয়ার্ড, ওয়ারী এলাকা। রেড জোন ঘোষনার পর গেল কয়েকদিন থেকে লকডাউনের সবধরনের প্রস্তুতির পর এর বাস্তবায়নে কাজ শুরু করে সিটি করপোরেশনে প্রতিনিধিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এ সময় বন্ধ করে দেয়া হয় এলাকার যাতায়াতের ১৬ টির মধ্যে ১৪টি পথ। জরুরী প্রয়োজনে ব্যবহার করতে ২টি পথ খোলা রাখলেও সেগুলোর প্রবেশমূখে নিরাপত্তায় নিয়োজিতদের তৎপরতা ছিলো লক্ষণীয়। তবে ভীড় ছিলো বিভিন্ন অজুহাতে আসা এলাকার বাসিন্দাদের।
করোনার বিস্তার কমাতে লকডাউন বাস্তবায়ণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদারের কথা জানালেন ডিএমপি’র ওয়ারী জোনে এ কর্মকর্তা। আর এলাকাবাসীর জরুরী ও যৌক্তিক বিষয়গুলোর সুবিধা রেখেই লকডাউন বাস্তবায়ণ করা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নেয়া লকডাউনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিলেও এর বাস্তবায়নে অন্তর্ভুক্ত থাকবে সকলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো- এমনটাই প্রত্যাশা এলাকার বাসিন্দাদের।