কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কারণে গণতন্ত্র মৃত্যুর মুখে পড়েছেঃ মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কারণে গণতন্ত্র মৃত্যুর মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সকালে রাজধানীতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দাসত্ব ও আগ্রাসন থেকে বেরিয়ে বিশ্বের বুকে নিজেদের মাথা উচু করে দাড়ানোর আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ভোট ডাকাতিতে রেকর্ড করেছে – আওয়ামী লীগ’ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি ।
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণে জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন। শনিবার সকালে এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই নেতার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।দেশের গণতন্ত্র থাকলে নেই জনগনের অধিকার নেই বলে দাবি করেন তিনি।
বিএনপি ভোট ডাকাতিতে রেকর্ড করছে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।তাঁবেদারী, দাসত্ব ও আগ্রাসন মুক্ত দেশ গড়তে থেকে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে দলটি-এমন তথ্যও দেন তিনি।