কর্মসূচির নামে ফের পুলিশের ওপর হা’মলা করতে শুরু করেছে বিএনপি : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কর্মসূচির নামে ফের পুলিশের ওপর হামলা করতে শুরু করেছে বিএনপি। বেশি বাড়াবাড়ি করলে তাদের আন্দোলন বঙ্গোপসাগরে ফেলে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
বিকেলে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে মহানগর আত্তয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দলের মহিলা নেত্রীকে সঙ্গে নিয়ে রাতের বেলায় বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেও তত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন পায়নি বিএনপি। তাই হতাশ হয়ে ফের সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে দলটি। কিন্তু এসব করে কোন লাভ হবে না। অতিতের মতো এবারো জনগন ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। ঢাকা ১৭ আসনে সুষ্ঠু নির্বাচনকে কালিমালিপ্ত করতে হিরো আলমের ওপর হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।