কর্মহীন, দুস্থ -অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা কর্মহীন ও আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন, দুস্থ -অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরিশাল জেলার ৬ হাজার ৬শ’ ৬৩টি মসজিদ কর্তৃপক্ষকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে নগরীর ২০টি মসজিদ কর্তৃপক্ষের হাতে ৫ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
বাগেরহাটের মোল্লাহাটে সাংসদ শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এক হাজার মক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
ময়মনসিংহে দু’শতাধিক কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম।
ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ড দক্ষিন জোন এর খাদ্য সামগ্রী বিতরন করে।
ফরিদপুরে হকি খেলোয়ারদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে ফরিদপুর হকি কল্যান ফাউন্ডেশন। সাবেক এবং বর্তমান খেলোয়ারদের পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
গাইবান্ধার সদর উপজেলার ২শতাধিক কর্মহীন মানুষের মাঝে ইদ উপহার বিতরন করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
গোপালগঞ্জে শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্টপুত্র যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের পক্ষে ৩৫ জন সাংবাদিকে ঈদ উপহার দেয়া হয়েছে।
জামালপুরে ৬শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৩৫ বিজিবি। বানিয়াবাজার স্কুল মাঠে ত্রাণ সামগ্রি তুলে দেন কর্ণেল মোঃ আনিসুর রহমান ও লেঃ কর্ণেল এস এম আজাদ।
ঝালকাঠির এতিম ও দুস্থ শিশুদের সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
খুলনার তেরখাদায় বিএনপির উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
কুড়িগ্রামে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে আমেরিকার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এন্জেলসের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
ঝিনাইদহের কোটচাদঁপুর ও কালীগঞ্জে কর্মহীন ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য শামীম আরা হ্যাপী।
কুষ্টিয়ায় পবিত্র ঈদ উপলক্ষে ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে বস্ত্র, চাল ও নগদ টাকা সহায়তা প্রদান করেন ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবু জাহিদ সনজু।
রাঙ্গামাটির কর্মহীন ১ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সাতক্ষীরায় কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঈদ উপহার প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
সিরাজগঞ্জে নারী মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী ফজলুর রহমান ফজলু।