কলকাতার সিটি করপোরেশন নির্বাচনের চলছে ভোটগ্রহণ
- আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। করোনাবিধি মেনেই এই ভোট হচ্ছে।
ফলাফল ঘোষণা করা হবে আগামী ২১ ডিসেম্বর। ১৪৪টি ওয়ার্ড, ১৬টি ব্যুরো অফিস ও ২০৪ বর্গকিলোমিটার জায়গা নিয়ে গঠিত কলকাতা সিটি করপোরেশন। কলকাতা শহরের বাসিন্দা কমবেশি প্রায় ১ কোটি হলেও এবার ভোট দিচ্ছে প্রায় ৪৪ লাখ ভোটার। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় ১৪শ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সরাসরি রাজনৈতিক দলের হয়ে লড়ছেন ৯৪৬ জন। কঠোর নিরাপত্তা এবং করোনাবিধি মেনে বিধানসভা ভোটের মতোই কলকাতা সিটি করপোরেশনে ভোটগ্রহণ হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য প্রায় ৪০ হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছে, কেনা হয়েছে প্রায় ১০ লাখ মাস্ক।