কলকাতায় একটি গেস্টহাউসে আগুন লেগে এক বাংলাদেশির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে রাহবার নামের একটি গেস্টহাউসে আগুন লেগে এক বাংলাদেশির মৃত্যু এবং তিনজন আহত হয়েছে। আজ ভোরে এ আগুন লাগে।
ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে ওই বাংলাদেশির। অসুস্থ হয়ে পড়েন আরও দুই বাংলাদেশি নাগরিক। বহু চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পুলিশ জানায়, নিহত বাংলাদেশি নাগরিকের নাম শামিমাতুল আফরোজ। চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা তিনি। অন্যদিকে দমকল বাহিনী জানায়, আগুন লেগেছিল একতলার অভ্যর্থণা কক্ষে। বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে এ আগুন দোতলায় পৌঁছায়। এর মধ্যে কোনো কোনো কক্ষে এসি চলছিল বলেও জানা গেছে। এর ফলেই ঘরগুলোতে ধোঁয়া ঢুকে যাওয়ায় বেরোনোর পথ খুঁজে পাননি অনেকে।