কলঙ্কজনক ভোটের কারণে নির্বাচন কমিশনের পরিবর্তন চান বিশিষ্টজনরা : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
২০১৮ সালে কলঙ্কজনক নির্বাচনের কারণে বিশিষ্টজনরাও এখন নির্বাচন কমিশনের পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের একটি পরিকল্পনা সরকার প্রকাশ করলেও তা জনগণর কাছে স্পষ্ট নয়। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৩০ ডিসেম্বর ঢাকাসহ জেলা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
২০১৮ সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর দেশের জেলা ও মহানগর পর্যায়ে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ ৩০ ডিসেম্বর দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গেই স্মরণ করে।
২০১৮ সালে কলঙ্কজনক নির্বাচনের কারণে বিশিষ্টজনেরাও এখন নির্বাচন কমিশনের পরিবর্তন চায় বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের পরিকল্পনা জনগনের কাছে স্পষ্ট নয়।
ভ্রান্তনীতি ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কারণে বাংলাদেশ একটি শিক্ষা প্রতিবন্ধী জাতি হিসেবে পরিণত হতে চলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘ বৈর্শ্বিক সূচকে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম এবং দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।