কাঁচাবাজার সরিয়ে মাঠে নেয়া হলেও, সামাজিক দূরত্ব বজায় থাকছে না
- আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর অনেক কাঁচাবাজার সরিয়ে রাস্তায় ও খোলা মাঠে নেয়া হলেও, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। নিত্যপণ্যের জন্য নগরবাসী যে যার মতো এসে কেনাকাটা করছেন। তবে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলেই, দ্রুত পাল্টে যায় দৃশ্যপট।
করোনা সংক্রমণের ঝুঁকি থাকায়, রাজধানীর কাঁচাবাজারগুলো সরকারি নির্দেশনায় সরিয়ে রাস্তায় ও খোলা মাঠে নেয়া হয়। খিলগাঁও বাজার এখন পাশের মাঠে বসেছে। আর মালিবাগ বাজার বসেছে জনপথ সড়কে।
খোলা জায়গায় বাজার করায় করোনা ঝুঁকি কমেছে জানিয়ে, স্বস্তির কথা জানান নগরবাসী।
বাজারগুলো সরানো হলেও, অসেচতনভাবে অনেকে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাকাটা করছেন।
তবে অবস্থার উন্নতির জন্য সচেষ্ট সেনাসদস্যরা। সামাজিক দূরত্ব নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা।
পুরনো অনেক বাজারে এখনো সামাজিক দূরত্ব না মেনে চলছে কেনাবেচা। এতে করোনা সংক্রমনের ঝঁকি বাড়ছে। অনেকে মনে করেন,ঝুঁকিমুক্ত কেনাকাটা নিশ্চিত করতে কাঁচা বাজারগুলো খোলা জায়গায় সরানোর দরকার।