কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার
- আপডেট সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
এদিকে..কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন বাজারে অভিযানে চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় মরিচ বেশি দামে বিক্রি অভিযোগে জরিমানা করা হয়। এরইমধ্যে দেশের বিভিন্ন বন্দরে দিয়ে ভারতে থেকে কাঁচা মরিচ আমদানি করায়, বাজারে বেড়েছে সরবরাহ। কমতে শুরু করেছে দাম।
চট্টগ্রামে রিয়াজ উদ্দিন বাজারে কাঁচা মরিচের আড়তে অভিযানের খবরেই দাম অর্ধেকে নেমে যায়। সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকায় কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচ আড়াইশো থেকে ২৮০ টাকায় নেমে আসে। অভিযানের খবরে অনেকে আড়ৎ বন্ধ করে সটকে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে ৪ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বিক্রেতাদের কাছে ছিল না ক্রয় রশিদ আর টাঙানো হয়নি মূল্য তালিকা।
ভারত থেকে মরিচ আমদানি বাড়ায় দিনাজপুরে কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে ৩শ’ টাকা। রোববার কেজি ৪শ’ টাকার থাকলেও এখন তা পাইকারি বাজারে ১শ’ টাকা আর খুচরা বাজারে ১২০ টাকা।
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ১০ মেট্রিক টন কাঁচা মরিচের কেজি প্রতি মূল্য পড়েছে ৫০ টাকা। দেশে এই মরিচ ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি সম্ভব বলে মনে করেন ব্যবসায়িরা।