কাঁঠালবাড়ী-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন
- আপডেট সময় : ১২:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নাব্য সংকটে বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। দুই রুটের দুই পাড়ে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। যাত্রীদের দুর্ভোগ চরমে
তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৭টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। সকালে দু’টি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আ: আলীম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসা অন্য একটি ফেরিও পদ্মার চরে আটকে যায়। গত শনিবার থেকে প্রতিদিনই এ নৌরুটে ১২ ঘণ্টা সব ফেরি চলাচল বন্ধ ছিলো। তবে, সারাদিনে চলাচল করেছে ছোট ছোট তিন চারটি ফেরি।
বন্ধ আছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচলও। কারণ নাব্য সংকট ও তীব্র স্রোত। সকাল থেকেফেরি পারের অপেক্ষায় আছে শত শত যানবাহন। যানজট এড়াতে পাটুরিয়া- আরিচা সংযোগ সড়ক মোড়ে রাত থেকে পণ্যবাহী যানবাহনকে বিকল্প ব্যবস্থায় রেখেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে অন্তত ৩ শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।