কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ ভোলার জেলেরা
- আপডেট সময় : ০৭:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ভোলার জেলেরা। নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা অবাধে মাছ শিকার করায় নদীতে কাঙ্ক্ষিত ইলিশ নেই বলে দাবি তাদের। এদিকে ইলিশের পরিমাণ কম হওয়ায় দামও বেড়েছে। আর মৎস্য বিভাগ বলেছে এই সময়টা মাছের ডাল সিজন। আগামী সপ্তাহের পর থেকে প্রত্যাশিত ইলিশ পাওয়া যেতে পারে।
জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম থাকে। এ বছর ভরা মৌসুমের মধ্যেই সরকার মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞার পর আশানুরূপ ইলিশ পায়নি জেলেরা। ক্রেতাদের আশা ছিলো, নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ ধরা পড়বে, দাম কমবে, কিন্তু উল্টো দাম আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।
স্থানীয় জেলেদের দাবি ভারতের মাছ শিকারীরা সাগরে অবাধে ইলিশ ধরায় এই নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
ভোলার জেলা মৎস্য কর্মকর্তা বলেন, এখন মাছের পূর্ণাঙ্গ মৌসুম নেই। তবে আগামী সপ্তাহে জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেলায় এ বছর ১ লাখ ৮৫ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। কিন্তু সেটি পুরণ হবে কিনা এ নিয়ে সংশয়ে জেলেরা।