কাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা না পেয়ে প্রলাপ বকছেন বিএনপি মহাসচিব : কাদের
- আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতায় বিএনপি নেতাকর্মীদেরই আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা না পেয়ে এখন চিরাচরিত প্রলাপ বকছেন বিএনপি মহাসচিব। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সহিংসতার জন্যই বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচি দিয়েছে বিএনপি।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, মিলিয়ন ডলার খরচ করে প্রতিনিয়ত সরকার বিরুদ্ধে কুৎসা ও বদনাম রটানোর পাশাপাশি বিশ্ব দরবারে দেশ ও জনগণের মানক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। তারা হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বিদেশি প্রভুদের কাছে ধরণা দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে এবং বিদেশি প্রভুদের কাছে করুণা প্রার্থনা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ ও সরকার ভীত নয় জানিয়ে তিনি বলেন, এটি যথাযথভাবে প্রয়োগ হলে বিএনপি নেতাকর্মীদেরই আওতায় আসার আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগ সাধারন সম্পাদক অভিযোগ করেন, বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে বিএনপি। তারা নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও প্রতিরোধের নামে সন্ত্রাসের মাধ্যমে সাংবিধানিক রাজনীতির অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা করে আসছে বলে জানান ওবায়দুল কাদের।
এদিকে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, এটি ঘোষণা করার পর থেকে বিএনপির অন্তর জ্বালা শুরু হয়েছে। বিএনপির বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচিকে কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।