কাজাখস্তানে চলমান বিক্ষোভ-সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬৪ জন
- আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কাজাখস্তানে চলমান বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬৪ জন। এক সপ্তাহেই আটক হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। প্রেসিডেন্টের কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, নিহতদের ১০৩ জনই আলমাতি শহরের বাসিন্দা।
এতদিন সরকারিভাবে বলা হয়েছিল সহিংসতায় ২৬ জন ‘সশস্ত্র সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছে। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এপর্যন্ত সহিংসতায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের সম্পদহানি হয়েছে। একই সময়, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকে হামলা ও লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয়েছে চার শতাধিক যানবাহন। কাজাখস্তানে সতর্কতা সংকেত ছাড়াই বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেশটির নিরাপত্তারক্ষী বাহিনীকে দেওয়া নির্দেশের সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এবছরের প্রথমদিন কাজাখস্তানে তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানো হলে দেশজুড়ে ছড়ায় বিক্ষোভ। সেটি নিয়ন্ত্রণে বর্তমানে দেশটিতে কাজ করছে রুশ নেতৃত্বাধীন সেনাবাহিনী।