কাজাখস্তানে ৯৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কাজাখস্তানে ৯৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘনায় এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে আলমাটি বিমানবন্দর থেকে কাজাখস্তানের রাজধানী নূর সুলতানের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ওই বিমানে ৯৩ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিশন করা হয়েছে বলে জানিয়েছে আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষ।