কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে গত ক’দিন ধরেই রয়েছে যাত্রীদের উপচে পড়া ভীড়

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সামাজিক দূরত্ব উপেক্ষা করে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে গত ক’দিন ধরেই রয়েছে যাত্রীদের উপচে পড়া ভীড়। ঈদকে সামনে রেখে বেশিরভাগ যাত্রীই এখন ছুটছেন ঢাকার দিকে।
কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে পার হচ্ছেন যাত্রীরা। এর ফলে উপচে’ পড়া ভীড় রয়েছে ফেরিতে। বেলা বাড়ার সাথে সাথে এ ভীড় আরো বাড়ে। সামাজিক দূরত্ব উপেক্ষা করে গাদাগাদি করে যাত্রীরা পারাপার হচ্ছে। অপরদিকে গণপরিবহন বন্ধ থাকায় নদী পার হয়ে গন্তব্যে পৌঁছুতে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মটরসাইকেল, ইজিবাই, মোটর-রিক্সায় গুণতে হচ্ছে কয়েকগুন বাড়তি ভাড়া। বিশেষ করে নারী, বৃদ্ধা ও শিশুরা এতে চরম বিপাকে পড়ছেন। ঝুঁকি মাথায় নিয়েই ছুটছেন তারা।