কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি টিকিট।
কাতার বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। আগ্রহী ফুটবলপ্রেমীরা এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে বসে খেলা দেখার জন্য। ফিফার টিকিট বিক্রির তথ্যে বিষয়টি ফুটে উঠছে খুব ভালোভাবেই। ফিফা এক বিবৃতিতে জানায়, কাতার বিশ্বকাপের জন্য আয়োজকরা এখন পর্যন্ত ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করেছে। ডিজিটাল পদ্ধতির টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ওয়েলস এবং অস্ট্রেলিয়া থেকে। ফিফা আরও জানিয়েছে, টিকিট বিক্রির পরবর্তী ধাপের সময় সেপ্টেম্বরের শেষদিকে জানানো হবে। শেষ ধাপের বিক্রি চালু হওয়ার পর দোহার কাউন্টারেও সরাসরি মিলবে টিকিট।