কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের আট গ্রুপ চূড়ান্ত হয়। যেখানে একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। গ্রুপ সিতে খেলবে আর্জেন্টিনা। সেখানে প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।
জি গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুনের বিপক্ষে। তুলনামূলন কঠিন প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল। এইচ গ্রুপে তারা খেলবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ডি গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ডেনমার্ক ও তিউনিসিয়াকে। ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ নিশ্চিত হয়েছে ২৯ দল। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে। কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র।