কাত হয়ে অর্ধেক ডুবে যাওয়া ফেরি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা কোনো কাজে আসছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
কাত হয়ে অর্ধেক ডুবে যাওয়া ফেরি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা কোনো কাজে আসছে না। তবে দুইদিনে ডুবে যাওয়া ১১ যানবাহন উদ্ধার করা হয়েছে। ফেরি ডুবিতে হতাহতের ঘটনা না ঘটলেও যানবাহন ও মালালের ব্যাপক ক্ষতি হয়েছে। বিআইডব্লিওটিসির আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ডুবে যাওয়া ফেরি থেকে ১৭ টি যানবাহনের মধ্যে ট্রাক,কাভার্ডভ্যান ও মোটর সাইকেলসহ মোট ১১ যানবাহন উদ্ধার করা হয়েছে।উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।