কাদের মোল্যাকে দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডাদেশ কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্যাকে দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশের প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে স্বাধীনতার স্বপক্ষ ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনা বাতিলের দাবি জানিয়ে ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান তরফদার কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার খশরুল আলম পলাশ ও আশিকুর রহমান দিপুসহ অনেকে।