কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে দাবানল
- আপডেট সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
অভূতপূর্ব তাপদাহের মধ্যে কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে দাবানল। ব্রিটিশ কলম্বিয়ার প্রায় সব অংশেই আগুন জ্বলছে। সরকারি কর্মকর্তারা জানান, গত ২৪ ঘন্টায় ৬২টি অগ্নিকাণ্ড হয়েছে। প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
‘হিট ডোম’-এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয়- তাকে বলা হয় হিট ডোম। মারাত্মক এই তাপদাহের কারণে সেখানকার ৫ শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশটির ৮৪ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। শুধু কানাডা নয়, তীব্র তাপদাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও। স্থানীয় এমপি ব্রাড ভিস জানান, ভ্যানকুভার থেকে আড়াইশ’ কিলোমিটার উত্তরপূর্বের লাইটন শহরে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং ৯০ শতাংশ গ্রামই পুড়ে গেছে। লাইটন গ্রামের আড়াইশ’ বাসিন্দাকে সরিয়ে নেয়ার পর আরও একশ’ বাড়ির বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দিচ্ছে কানাডার সশস্ত্র বাহিনী। ব্রিটিশ কলম্বিয়ার ফায়ার বিভাগ জানিয়েছে, মারাত্মক গরম এবং উষ্ণ আবহাওয়ায় তাদের কাজ করা কঠিন হয়ে উঠেছে।