কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ ৪ জন দগ্ধ
- আপডেট সময় : ০১:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজধানীর কাপ্তানবাজারের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ ৪ জন দগ্ধ এবং মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পিলার ও নিচের কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল রাত সোয়া ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, এই সুইপার কলোনিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন বাসিন্দারা। এখানে অনেক দাহ্য পদার্থ ছিল। এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার। পরীক্ষা করলেই জানা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, ফ্লাইওভারের নিচে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিতে হবে। নইলে ভবিষ্যতে এ রকম ঝুঁকি বাড়তেই থাকবে। সুইপার কলোনির আনুমানিক ২০টি টিনশেড ঘর পুড়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।