কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা তালেবানের
- আপডেট সময় : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল তাদেরকে আটক করা হয়েছ। রাজধানী কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান প্রশাসন। নিয়োগপ্রাপ্ত গভর্নরের নাম মৌলভি আবদুর রহমান মনসুর। তালেবান জানিয়েছে, তাদের সরকারে নারীদের অংশগ্রহনের সুযোগ থাকছে। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করো তাঁদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবান । সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদেরও আহ্বান জানা হয়েছে।তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি এসব কথা বলেন। তিনি বলেন,শরিয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ জরূরী ।
তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই দেশটির নাগরিকরা দেশান্তরী হওয়ার চেষ্টায় রয়েছেন। ভিটেমাটি ছেড়ে অন্য দেশে গিয়ে শরণার্থী হওয়ার আশায় বিমানবন্দরে ভিড় করছেন অনেকো । মার্কিন একটি সামরিক বিমান ফ্লোরে ঠাসাঠাসি করে যাত্রী বহণ করে । বাড়তি যাত্রীদের নামিয়ে দেওয়ার পরিবর্তে পাইলট বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নেন। বিমানটিতে আনুমানিক ৬৪০ জনের মতো যাত্রী ছিল।
বিশ্বের সব দেশকে আফগানিস্তান থেকে শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি তাদের নির্বাসিত করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সর্বশেষ দেশ হিসেবে এবার আফগানিস্তান ছাড়ছে ভারত। বিশেষ বিমানে করে কাবুল দূতাবাস থেকে রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীদের সরিয়ে আনা হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে আফগানিস্তান ইশুতে নিজ দেশেই তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ অবস্থায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্তে অটল থাকার কথা ব্যক্ত করেন । সোমবার হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন, আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের । তবে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। দুর্বল করে দেয়া হয়েছে আল কায়দাকে।