কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৮:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১১৩ ছাড়িয়েছে। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দরের বাইরে হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঠিক এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ৫টি দেশ তাদের সব সেনা ও নাগরিকদের সরিয়ে নিয়েছে। দেশগুলো হলো- সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্পেন।
বৃহস্পতিবারের হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র । হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ওই হামলায় নিহত হয় কমপক্ষে ১০০ বেসামরিক আফগান । এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিট্রিশ সরকারের তরফে আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল, কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে। সেই আশঙ্কা সত্যিতে পরিণত হ্ল।
আপস,
ভয়াবহ ওই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতদের মধ্যে ১৮ জন মার্কিন সেনা ও চাকরিজীবী রয়েছেন বলেও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
হামলার পর হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট তীব্র আকার ধারণ করেছে। কয়েক দিনের মধ্যে তা আরও ভয়াবহ হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।পাকিস্তান সরকারের সহায়তায় দেশটিতে কয়েক দিনের মধ্যেই শিশুসহ গুরুতর আহতদের জন্য জরুরি চিকিৎসাসামগ্রী পাঠানোর পরিকল্পনা করছে সংস্থাটি।
ন্যাটো জানিয়েছে, বিমানবন্দরে হামলার ঘটনায় ৩১শে আগস্ট সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দেশটি থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে দেশগুলো। আবারো হামলার আশঙ্কায় এরই মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া সমাপ্তি ঘোষণা করেছে স্পেন, সুইডেন, জার্মানি ও নিউজিল্যান্ড।বিমানবন্দরের বাইরে থাকা আর কোন নাগরিককে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছে ব্রিটেন।
এদিকে বিস্ফোরণে তালেবানের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।