কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক উড়োজাহাজে ফ্লাইট বন্ধ হয়ে গেছে
- আপডেট সময় : ০১:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক উড়োজাহাজে ফ্লাইট বন্ধ হয়ে গেছে।আফগান সিভিল এভিয়েশন অথরিটির বরাতের তথ্য। এদিকে আফগানিস্তানের নতুন সরকারকে শর্তসাপেক্ষ স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
কয়েক হাজার মার্কিন সেনা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া হাজার হাজার মানুষের চাপে তারা বেশ হিমশিম খাচ্ছে। গতকাল কাবুল বিমানবন্দরে কমপক্ষে ছয়জন মারা গেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। এদিকে, আফগানিস্তানে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানান। তালেবানকে স্বীকৃতি প্রদান ও তাদের সঙ্গে কাজ করার জন্য আগ্রহের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, ভারত ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়।