কারও সঙ্গে যুদ্ধ নয়, শান্তির নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কারও সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। তবে কেউ আক্রমণ করলে সমুচিত জবাব দেয়ার প্রস্তুতিও থাকতে হবে।
১৪ বছরে নৌ-বাহিনীতে অনেক আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সামরিক শক্তিতে বাংলাদেশের নতুন মাইলফলক হলো সাবমেরিন ঘাঁটি।
দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে আত্মনিয়োগের জন্য নৌ-সেনাদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা।
আনুষ্ঠানিকভাবে অপারেশন কার্যক্রম শুরু করেছে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা।
দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়ায় এই ঘাঁটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে সামরিক সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে সাবমেরিন ঘাঁটি নিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর সাবমেরিন ঘাঁটির প্রথম পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু করা হয় অনুষ্ঠানের শুভ সূচনা। পরে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির নাম ফলক উন্মেচন করেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর কোন সরকারিই সমুদ্রসীমা নিয়ে কাজ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সমুদ্রসীমা অর্জন করে।
দক্ষতার সহিত নৌবাহিনীকে পূর্ণাঙ্গ একটি ত্রিমাত্রিক নৌ বাহিনীতে পরিণত করা হয়েছে বলে জানান সরকার প্রধান।বহি:শত্রর আক্রমণ থেকে দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় দেশের প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
সকল বাঁধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর সেই অগ্রযাত্রায় নৌবাহিনীকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।