কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নতুন অথবা পুরাতন যে কোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এদিন ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৮১৪ মার্কিন ডলার।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির একনেক সভায় সড়ক বিভাগের ২ টি রেলপথ মন্ত্রনালয়ের ২ টি কৃষি, বন ও পরিবেশ, নৌপরিবহন, প্রাণিসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ মোট ১৪টি প্রকল্পের উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখহাসিনা সভাপতিত্বে একনেক সভায় দীর্ঘ পর্যালচনা শেষে ১২ টি প্রকল্পের অনুমোদন দিয়ে ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান প্রকল্পকাজে তদারকি বাড়ানো সহ বেশ কিছু অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী।
প্রত্যেক নতুন কিংবা পুরাতন কারাগার সংস্কার করা হলে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে সভায় নির্দেশনা হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রকল্প গুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ও সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।