কারাবন্দী মেহেরপুর জেলা বিএনপি নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কারাবন্দী মেহেরপুর জেলা বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমদের মৃত্যু হয়েছে। গতরাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ জানান, চেক ডিজঅনার মামলায় আড়াই মাস আগে তোফায়েল আহম্মেদ আদালতে হাজির হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। তারপর থেকে কারাগারেই ছিলেন তিনি। গত সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নেয়নি। অবস্থা খারাপ হওয়ার পর হাসপাতালে নেয়া হয়। এটি একটি পরিষ্কার হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। তোফায়েলের মেয়ে জানান, তার বাবাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। একজনের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন তিনি। ওই টাকা পরিশোধও করেছেন। কিন্তু তাদের কাছে ব্ল্যাঙ্ক চেক থাকায় ইচ্ছামতো টাকার অংক বসিয়ে ডিজঅনারের মামলা করা হয়।