কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান বেড়েছে
- আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মান বেড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার। যে কারণে দিন দিন বাড়ছে রোগিদের চাহিদা। পরিষ্কার-পরিচ্ছন্নতায় পাল্টে গেছে হাসপাতালের ভেতর ও বাইরের চিত্র। সহজেই পাওয়া যাচ্ছে হাসপাতালে এক সময়ে দেখা না মেলা এ্যাম্বুলেন্সের। শুরু হয়েছে সিজারিয়ান অপরাশেন। আগের তুলনায় বর্তমানে ভালো সেবা পেয়ে খুশি রোগি ও স্বজনরা।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। জেলাটির দক্ষিণপাশে অবস্থিত কালীগঞ্জ উপজেলায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস। এত সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। জনবল সংকট আর নানা প্রতিকুলতার মধ্য দিয়েও সেবা দিয়ে যাচ্ছে এই হাসপাতালটি। যে কারণে আগের তুলনায় বর্তমানে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। চালু করা হয়েছে সিজারিয়ান অপারেশন। করা হয়েছে নতুন গেট নির্মাণ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। করা হয়েছে হাসপাতালে ফ্লু কর্ণার স্থাপন, সৌন্দর্য বর্ধনে বাগান তৈরি, দর্শনার্থীদের জন্য ওয়েটিং রুম তৈরি, মেডিকেল অফিসারদের জন্য দুটি কোয়াটার মেরামত ও ডেন্টাল ইউনিটের জন্য নতুন যন্ত্রপাতি কেনাসহ নানা উন্নয়ন মূলক কাজ। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের পর তার ঐকান্তিক প্রচেষ্টায় পাল্টেছে এই চিত্র। এতে খুশি স্থানীয়রা।
সেবার মান অব্যাহত রেখে হাসপাতালটি দেশ সেরার করার আশা চিকিৎসকদের।
সবার কাছে গ্রহণযোগ্য সেবা দেওয়ার জন্য কাজ করছি বলে জানালেন হাসপাতালটির প্রধান।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা পর্যালোচনায় ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে সারা দেশের মধ্যে সার্বিক স্বাস্থ্য সেবায় ১৩ তম ও চলতি বছরের জানুয়ারিতে ১১ তম স্থান পায় হাসপাতালটি।