কাল আবারও মাঠে নামছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কাল আবারও মাঠে নামছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে অজিরা। এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য অ্যারন ফিঞ্চের দলের। তবে প্রথম ওয়ানডেতে টপ ওর্ডারের ব্যর্থতা কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে অজিদের।
যদিও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথরা যে কোন বিচারে কার্যকরী। বোলিংয়েও মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের উপর আস্থা অস্ট্রেলিয়ার। অন্যদিকে প্রথম ম্যাচে জেতার সম্ভাবনা জাগিয়েও জয় না পাওয়ায় হতাশ কিউই শিবির। এ ম্যাচ জিতে সিরিজে টিকে থাকাই তাদের মূল লক্ষ্য।