কাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৯০৭ বার পড়া হয়েছে
কাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। তবে গ্রীষ্মকাল হওয়ায় গরম অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। সারাদেশের তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও ৪-৫ দিন লাগবে।
সকালে ব্রিফিংয়ে আরও জানানো হয়, আজও কিছুটা তাপমাত্রা থাকবে। আর রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ ও ঢাকার পশ্চিমাঞ্চলে হিট অ্যালার্ট জারি থাকবে। আজ থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এবং কাল থেকে অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে। কাল থেকে আগামী ৫-৬ দিন তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক হবে। বিভিন্ন স্থানে ১-দেড় ঘণ্টার মতো কিছু সময়ের জন্য বৃষ্টি হতে পারে। অস্বস্তি কিছুটা কমবে।