কাল থেকে সারাদেশে শুরু হবে ৮দিনের লকডাউন
- আপডেট সময় : ১২:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণ রোধে কাল থেকে সারাদেশে শুরু হচ্ছে ৮ দিনের লকডাউন। এসময় বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস। চলবে না গণপরিবহন।লকডাউন ঘিরে শিমুলিয়া-বাংলাবাজার এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় বেড়েছে যাত্রীদের চাপ। ঘাটের দুই পাড়েই আটকা পড়েছে কয়েক শতাধিক যানবাহন। এদিকে, ঘরমুখো যাত্রীদের চাপে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া থেকে চান্দিনা পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এসময় কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
করোনা সংক্রমণরোধে সর্বাত্মক লকডাউন শুরুর আগেই, মঙ্গলবার ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন অনেকে। সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে ঘাট এলাকায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও, ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছে অনেক যাত্রী।
এই নৌ-রুটে ১৪টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
পাটুরিয়ায়-দৌলতদিয়ায় মানুষের চাপ বেড়ে গেছে কয়েকগুণ। ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েক’শ গাড়ি ও পণ্যবোঝাই ট্রাক। যাত্রীবাহী বাস বন্ধ থাকায় পরিস্থিতি বিপর্যস্ত বলে জানায়, আরিচা ঘাট কার্যালয়।
ভীড় দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া থেকে চান্দিনা পর্যন্ত ছিল তীব্র যানজট। প্রচণ্ড রোদে যানজটে দুর্ভোগে যাত্রী ও চালকরা।
এছাড়াও সাভারের বিভিন্ন পয়েন্ট বাড়ি ফেরা মানুষের ভীড়ে প্রচণ্ড যানজট দেখা গেছে।
এছাড়া, গণপরিবহন না থাকায় অটোরিকশায় করে ভেঙ্গে ভেঙ্গে ময়মনসিংহে ফিরছে অনেক মানুষ। অভ্যন্তরীণ রোডে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিয়ে চলাচল করেছে বেশকিছু দুরপাল্লার বাস। মহাসড়কে পুলিশকে ঘুষ দিয়ে পরিবহন চালু রেখেছে তারা।