কাল থেকে সৌদি টিকেট প্রত্যাশিদের নতুন টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স
- আপডেট সময় : ০৭:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কাল থেকে সৌদি আরবের টিকেট প্রত্যাশিদের নতুন টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এ খবর শুনে সৌদি প্রবাসীরা ভিড় করেছে রাজধানীর কারওয়ান বাজারে এয়ারলাইন্সটির অফিসের সামনে। পাঁচ থেকে ১০ দিন ধরে অপেক্ষায় আছেন তারা টোকেনের আসায়। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আজ থেকে সৌদি প্রবাসীদের টোকেন দিচ্ছে। যে কারনে সেখানেও ভিড় করেছে তারা। তবে, ভিসা ও আকামের মেয়াদ বাড়ালেও, টিকিট না পাওয়ায় বিপাকে আছে প্রবাসীরা।
রোববার থেকে প্রবাসীদের নতুন টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এজন্য কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টোকেন প্রত্যাশীদের এমন ভিড়। কেউ পাঁচ, আবার কেউবা ১০ দিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন টোকেনের আসায়।
অনেকে টোকেন পেয়ে অপেক্ষায় আছেন, টিকিটের।
এদিকে, নতুন করে টোকেন দেয়ায় সৌদি প্রবাসীরা ভিড় করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসের সামনে। অপেক্ষায় আছেন টোকেনের। তবে, অনেকের ভিসা-আকামার মেয়াদ বাড়ানো হলেও, তাদের আরো অপেক্ষা করতে বলেছে, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
সব ভোগান্তির অবসান ঘটিয়ে সৌদি আরব যেতে পারবেন বলে আশা করছেন, সৌদি প্রবাসীরা।