কাল থেকে ৮ দিনের জন্য থাকছে না কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কাল থেকে ৮ দিনের জন্য থাকছে না কঠোর বিধিনিষেধ। ঈদ উপলক্ষে অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সরকার।
এই সিদ্ধান্ত আগামী ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। বিধিনিষেধবিহীন এই সময়ে অর্ধেক সিট ফাঁকা রেখে চলবে গণপরিবহন চলতে বলা হয়েছে। খোলা থাকবে শপিংমল-বিপনীবিতান ও দোকানপাট। এসময় সরকারী অফিস চলবে ভার্চুয়ালী। খোলা থাকবে বেসরকারি অফিস ও গার্মেন্টস কারখানা। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ বহাল হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বর্তমান বিধিনিষেধের মতো তখনও সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহনসহ সকল যানবাহন, শপিংমল, দোকানপাট এবং শিল্প কলকারখানা বন্ধ থাকবে।