কাল নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
এশিয়া কাপ থেকে অনুপ্রেরণা নিয়ে কাল নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হ্যামিল্টেনে দিবা-রাত্রির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে আসা বাংলাদেশ এরই মধ্যে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেয়েছে, পাকিস্তানের বিপক্ষে। এবার আরেক প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে তারা। ভারতের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের মেয়েদের। এখন পর্যন্ত এই সংস্করণে চারবারের মুখোমুখি লড়াইয়ে হেরেছে প্রতিবার। তবে, ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুইবারের দেখায়ই জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। প্রাথমিক পর্বের পর ফাইনালে ভারতকে হারিয়ে ঘরে তুলেছিল শিরোপা। যদিও আসরটি ছিল টি-টুয়েন্টি সংস্করণের। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামার আগে নিগার সুলতানাদের সঙ্গী সেই জয়ের অনুপ্রেরণাই।