কাল পবিত্র ঈদুল ফিতর, বিভাগীয় শহরগুলোতে জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ মাঠ
- আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে সব জেলা এবং বিভাগীয় শহরগুলোতে প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মাঠ। এছাড়াও মসজিদ ও উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। নিরাপদে ও নির্বিঘ্নে মুসল্লিদের জামাত আদায়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়েছে নানান ব্যবস্থা।
চট্টগ্রামে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত নগরীর দামপাড়ায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন প্রান্তে আরো ৮টি স্থানে ঈদ জামাত হবে। আর কাউন্সিলরদের তত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে একটি করে ৪১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে সিসি ক্যামেরা লগানোসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বরিশাল শহরের অন্তত ৫শ’ মসজিদ এবং শতাধিক উন্মুক্ত স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। নগরীর সকল স্থানে নিরাপদে ও নির্বিঘ্নে মুসল্লিদের জামাত আদায়ে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ জেলার প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌণে ৯ টায়। এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়। এছাড়া জেলার সকল মাঠেও ঈদ-জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজশাহীতে ঈদুল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে। রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত হবে সকাল ৮টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহে। এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেববাজার জিরো পয়েন্টে।
সিলেটে ঈদের প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদসহ সর্বস্তরের মুসল্লিরা এখানে নামাজ আদায় করবেন।
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে বৈরি আবহাওয়া থাকলে ৯টায় ডিসি অফিস সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল আটটায় পুলিশ লাইন্স মাঠ, ক্যাডেট কলেজ মাঠ, মাওলানা কেরামতিয়া জামে মসজিদ মাঠ, বিজিবি মাঠ, সেন্ট্রাল রোড মাঠ, কেন্দ্রীয় কারাগার ও মুন্সীপাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।