কাল বৈশাখীর ছোবলে ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম ও কক্সবাজারের লবন শিল্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
হঠাৎ কাল বৈশাখীর ছোবলে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের লবন শিল্প।
বৈশাখী ঝড়ের প্রভাবে সাগরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উপকুলীয় এলাকার বিভিন্ন মাঠে পানি ঢুকে পড়ে। এতে মাঠে থাবা শুকনো লবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। লবণ চাষের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরে এপ্রিলের শেষ দিকে এসে কালবৈশাখী মোকাবিলা করার অভিজ্ঞতা আছে। কিন্তু এবার হঠাৎ করে কাল বৈশাখী হানা দেয়ায় ক্ষয় ক্ষতির পরিমাণ বেশী হয়েছে। তাদের দাবি অন্যান্য বছরের এবার আবহাওয়া ভালো থাকায় ২৩ লাখ ৫৭ হাজার মেট্রিকটন লবন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার টার্গেট ছিল। কিন্তু হঠাৎ ঝড়ের কারণে সেই আশায় কিছুটা ভাটা পড়েছে।