কাল ভোর ৬টা থেকেই শুরু হচ্ছে কঠোর বিধি-নিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কাল ভোর ৬টা থেকেই শুরু হচ্ছে কঠোর বিধি-নিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এই বিধি-নিষেধে সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে।লকাডাউনের শিথিলতা নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে গণমাধ্যমকে ফের বিধিনিষেধের বিষয়ে তথ্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার একভিডিও বার্তায় মন্ত্রী জানান, লকডাউন শিথিল হবে না। গতবারের চেয়ে কঠিন হবে এই লকডাউন। বিধি-নিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রপ্তানিমুখী সবকিছুই বন্ধ থাকবে। ঈদুল আযহা উপলক্ষে গেলো ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ দেওয়া হয়।