কাল রাজধানীতে আ’লীগ-বিএনপির সমাবেশ : ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি
- আপডেট সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
আগামীকাল রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর বিএনপির গণ-সমাবেশ। দু’দলই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে। এতে জনমনে বিরাজ করছে চরম উদ্বেগ-উৎকন্ঠা। যানজটসহ জনদুর্ভোগের আশঙ্কা করছে সাধারণ মানুষ। তারা গণদুর্ভোগ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, ভোগান্তির বিষয় বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দেয়া উচিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাল দেশ। মিছিল, মিটিং আর পাল্টা-পাল্টি সমাবেশে রাজপথে সোচ্চার দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি।
প্রধান দুই দল বুধবার ঢাকায় শোডাউন করবে। নয়া পল্টনে হবে বিএনপির গণ-সমাবেশ। আর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে হবে আওয়ামী লীগের শান্তিও উন্নয়ন সমাবেশ। দেড় কিলোমিটার দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের জনসমাবেশকে ঘিরে জনমনে বিরাজ করছে নানামুখী শঙ্কা।
একই সময়ে বড় দুটি দলের সমাবেশের কারণে নগরীতে দেখা দেবে তীব্র যানজট। ভোগান্তিতে পড়বে নগরবাসী। জনগণের ভোগান্তির বিষয়ে বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসচি দিলে, জনজীবনে দুর্ভোগ কমবে বলেও মনে করেন সাধারণ মানুষ।