কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বাস নদীতে পড়ে নিহত ৬ জন, আহত ৩০
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যবাহী একটি বাস কাশ্মীরের অনন্তনাগ জেলার চন্দনওয়ারি এলাকায় নদীতে পড়ে যায়। এতে নিহত হয়েছেন ৬ জন আর আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাসটির ৩৯ জওয়ানের মধ্যে ৩৭ জন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্য। বাকী দুই জন জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত। হতাহতের শিকার সদস্যদের অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছিল। আজ সেই দায়িত্বে যোগদান করতে যাচ্ছিলেন তারা। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ জানায়, বাসটি ব্রেক ফেল করেছিল। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জিএমসি অনন্তনাগে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মৃতদেহ পেহেলগাম সিভিল হাসপাতালে রাখা হয়েছে।