কাশ্মীরে সংখ্যালঘু অস্থানীয় বহিরাগতদের বিরুদ্ধে চলতে থাকা টার্গেট কিলিংয়ের জন্য পাকিস্তান দায়ী : ভারত
- আপডেট সময় : ০৯:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কাশ্মীরে গত কয়েক দিনে সংখ্যালঘু অস্থানীয় বহিরাগতদের বিরুদ্ধে চলতে থাকা টার্গেট কিলিংয়ের জন্য আবারও পাকিস্তানকে দায়ী করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এ নিয়ে দিনভর গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৈঠকে মন্ত্রীকে জানানো হয়, এসব হত্যাকাণ্ডের পর কাশ্মীরে বহিরাগত অমুসলিমরা উপত্যকা ছেড়ে চলে যাওয়ার দাবি জানিয়েছেন। তারা সেখানে টিকতে পারছেন না এবং স্বাধীনভাবে চলাচল করতে পারছেন না। তবে, এতে সায় নেই কেন্দ্রীয় সরকারের। ভারত সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় কাশ্মিরে সহিংসতার মাত্রা বাড়তে পারে, কিন্তু সেটা জিহাদ নয়। তিনি বলেন, ঘটনার মূল হোতারা সীমান্তের ওপারে পাকিস্তানে বসে আছে। কর্মকর্তারা অমিত শাহকে জানান, কাশ্মির উপত্যকায় তালেবানের উপস্থিতির কোনও প্রমাণ নেই। নরেন্দ্র মোদির সরকার সপ্তাহখানেক আগে থেকে আফগান তালেবানদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় কাশ্মীরি বহিরাগত অমুসলিমদের অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় সরানো হবে। কিন্তু তা কাশ্মীর উপত্যকার বাইরে নয়।