কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডায়রিয়া পরিস্থিতি
- আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডায়রিয়া পরিস্থিতি। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে একের পর এক ভর্তি হচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এবার প্রথম চার মাসে সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে আইসিডিডিআরবি।
৭০ বছর বয়সী আম্বিয়া খাতুন……..থাকেন রাজধানীর জুরাইনে। ডায়রিয়ায় আক্রান্ত হলে নিয়ে আসা হয় রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতলে। শরীর থেকে প্রয়োজনীয় লবন পানি বেরিয়ে যাওয়ায় সংকটাপন্ন অব্স্থায় বয়োজেষ্ঠ্য মহিলা।
আম্বিয়ার ছেলে জানান, দুদিন আগেও এই হাসপাতালে চিকিত্সা নিয়েছেন পরিবারের আরেক সদস্য।
আম্বিয়াদের মত ডায়রিয়ায় আক্রান্ত হাজারো রোগী এসেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। হাসপাতালটির তথ্য বলছে, প্রতি ঘন্টায় রোগী ভর্তি হচ্ছে গড়ে ৬০ জন। ফলে হাসপাতালের শয্যার বাইরে তাবুতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে অনেককেই।
স্বাস্থ্যগত সচেতনতা গড়ে তোলার পাশাপাশি ডায়রিয়া থেকে বাঁচতে নানা পরামর্শ দিলেন এই চিকিৎসক।
আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে, আতংকিত না হয়ে সচেতন হওয়ার তাগিদ দেন ডা. সাঈদা হক।