কিশোরগঞ্জের ভৈরবে খনন হচ্ছে গোছামারা খাল
- আপডেট সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে খনন হচ্ছে জেলার সবচেয়ে বড় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের গোছামারা খাল। খালটির খনন কাজ শেষ হলে মেঘনা নদী থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত সহজে নৌচলাচলের সুবিধা পাবেন স্থানীয় কয়েক লাখ মানুষ। এছাড়াও, হাঁস পালন এবং মৎস আহরণের পাশাপাশি সেচের আওতায় আসবে খালের দুই পাশের প্রায় ৩০ হাজার একর কৃষি জমি।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা খাল। পলি পরে ভরাট হয়ে নাব্যতা হারানোর দুই যুগেরও বেশি সময় পর ফিরতে শুরু করেছে আপন রূপে। প্রধানমন্ত্রীর পরিবেশ বান্ধব ডেল্টা প্ল্যান মহাপরিকল্পনার আওতায় ১৬ কিলোমিটার এই খালটি খনন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ইতিমধ্যে খালের বেশিরভাগ খনন কাজ শেষ হয়েছে। বাকী কাজও চলছে দ্রুত গতিতে।
নির্ধারিত মেয়াদের আগেই খালটির খনন কাজ শেষ করে পানি প্রবাহ নিশ্চিত করার আশ্বাস জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। চলমান খনন কাজে সন্তুষ্টি জানিয়েছেন জেলা প্রশাসক। ৯ কোটি ৭৫ লাখ টাকা চুক্তি মূল্যে গোছামারা খালটি খনন শুরু হয়েছিল গত বছরের ১৫ অক্টোবর। চলতি বছরের ২০ জুন প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।