কিশোরগঞ্জে ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন প্রায় ৩০ জন।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে সকালে জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষের পর ৩৫ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঈদের দিন ভোররাতে ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
ভোররাতে মহানগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া এবং বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এসব ঘটনা ঘটে।কোতোয়ালী মডেল থানার ওসি জানান, অটোরিকশা চালক সাদেক আলী এবং হাবিবুর রহমান গেলো সারারাত অটোরিকশা চালায়।
ভোররাতের দিকে একই ছিনতাইকারী দলের তিন সদস্য গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনের গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।