কিশোরগঞ্জে চাকরি দেয়ার কথা বলে ঘুষ নেয়ার অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৫:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে চাকরি দেয়ার কথা বলে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘুষের টাকা ফেরত চাওয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সরকারি গাড়ি ভাংচুরের মামলা করেছেন তিনি। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন, চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস জনি। পুলিশ বলছে, নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না।
মালির চাকরি দেয়ার কথা বলে নিকলীর খালিশার হাটি এলাকার কামরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা নেন উপজেলা চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস জনি। চাকরি না পেয়ে গত ২৬ জুলাই রাস্তায় চেয়ারম্যানের গাড়ি থামিয়ে টাকা ফেরত চান কামরুল।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ওই দিন বিকেলে কামরুলসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যানকে আসামি করে নিকলী থানায় একটি মামলা হয়। কামরুলও চেয়ারম্যানসহ তিন জনকে আসামি করে মামলা করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে গাড়ি ভাংচুরের নাটক সাজানো হয়েছে।
নিকলী থানায় দায়ের হওয়া দু’টি মামলারই তদন্ত করছে পুলিশ। নিরাপরাধ কাউকে হয়রানি করা হবেনা বলে জানান, এই কর্মকর্তা।