কিশোরগঞ্জ পৌর এলাকায় পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ
- আপডেট সময় : ০১:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পৌর এলাকার প্রায় সব পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও পুকুর মালিকরা। কয়েকটি পুকুর ভরাট বাকী থাকলেও সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে, জনদুর্ভোগের পাশাপাশি দুর্যোগ মূহুর্তে অগ্নি নির্বাপণের জন্য পানি সংকটের আশংকায় জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
কিশোরগঞ্জ জেলা শহরের ৩২ এলাকায় সরকারি পুকুর ভরাট করে নগর স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেছে পৌর কতৃপক্ষ। এছাড়া শহরের বেশিরভাগ পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। আরো কয়েকটি পুকুর ধীরে ধীরে আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে সুকৌশলে। কয়েকটি পুকুর ভরাট বাকি থাকলেও, সেগুলো ব্যবহারের অনুপযোগি। এসবের প্রতিবাদে পরিবেশ সংগঠনগুলো মাঝে মধ্যে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও তা আমলে নেয় না কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ শহরের প্রায় সব পুকুর ভরাট হয়ে যাওয়ায়, জেলা শহরকে ঝুঁকিপূর্ণ বলছেন, জেলা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করে পৌরমেয়র বলেন, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে, এ বিষয়ে পৌরবাসীকেও সচেতন হতে হবে।
কিশোরগঞ্জ পৌরএলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন মিলিয়ে একসময় প্রায় ২’শ পুকুর থাকলেও ভরাট হয়ে গেছে বেশিরভাগ।