কিশোরীকে ভারতে পাচারের দায়ে খুলনায় ২ জনকে ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কিশোরীকে ভারতে পাচারের দায়ে খুলনায় ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সকাল ১১টার সময় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক আব্দুল ছালাম খান এ রায় ঘোষণা করেন। ২০০৯ সালের ১৯ অক্টোবর খুলনার খানজাহান আলী থানা এলাকার ভিকটিমকে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়। বে-আইনীভাবে পাচার করেছে এমন অভিযোগে সাক্ষী দেয় এজাহারকারী। তাদের সহায়তায় শাহিনকে আসামী মামলা করা হয়। তার রায় আজ দেয়া হলো।
রায়পুরে বিয়েতে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রী রোজিনা আক্তারকে হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।